নিজস্ব প্রতিবেদক, রংপুর
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে নিহত অটোচালক মানিক মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগের সাবেক নেতা মনজুরুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর দর্শনা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনজুরুলকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মনজুরুল ইসলাম মামলার ৫৩ নম্বর আসামি এবং তিনি নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে অটোচালক মানিক মিয়া নিহত হন। এ ঘটনায় নিহত মানিকের মা নুরজাহান বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-এমপি ও পুলিশ কর্মকর্তাসহ মোট ১১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
https://slotbet.online/