তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ৪০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা আগামী ১০ অক্টোবর, শুক্রবার ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই অনুষ্ঠান সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
অনুষ্ঠান উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, স্মৃতিচারণ, পরিচিতি পর্ব, নির্বাহী কমিটি গঠন, স্মরণিকা প্রদান, মধ্যাহ্নভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে এ অনুষ্ঠানকে সফল করার জন্য নির্বাচন কমিশনসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে নিবন্ধন করতে হবে। জনপ্রতি নিবন্ধন ফি ধরা হয়েছে ৬০০ টাকা। সমিতির ওয়েবসাইটে (www.ccpssd.com) প্রবেশ করে এই নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর, রাত ১২টা।
যারা এখনো কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সদস্য হননি, তারাও ওয়েবসাইটে গিয়ে সদস্যপদ লাভ করতে পারবেন। সাধারণ সদস্যের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা এবং আজীবন সদস্য ফি ৫,০০০ টাকা।
অনুষ্ঠানের খবর বিভিন্ন টিভি চ্যানেলে স্ক্রলে প্রচার করা হচ্ছে। এছাড়া সমিতির ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত আপডেট তথ্য জানানো হচ্ছে।
https://slotbet.online/