শীলকূপ ইউনিয়নের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইউনিয়নবাসীর বহুল কাঙ্ক্ষিত জালিয়াখালী বাজারের পূর্ব প্রান্ত থেকে ডাক বাংলা সড়ক হয়ে গন্ডামারা ব্রীজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পাকাকরণের প্রাক্কলন (Estimate) তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আজ সরেজমিনে পরিদর্শন করেন এলজিইডি (LGED)-এর সম্মানিত উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, সার্ভেয়ার আমিনুল ইসলাম এবং কার্য্য সহকারী মোঃ বাবুল। এ সময় তাঁদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউছুপসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নূরীর অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যোগেই এই প্রকল্প কাজটি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “ইনশাআল্লাহ, খুব শীঘ্রই রাস্তাটির নির্মাণ কাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।” চেয়ারম্যান রাশেদ নূরী সকলের সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করেছেন যাতে জনকল্যাণমূলক এ কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
সরেজমিনে দেখা যায়, সম্পূর্ণ সড়কজুড়ে বড় বড় গর্ত যার কারনে এলাকাবাসীর চোখের পানি নাকের পানি একাকার করে ভাঙাচোরা সড়ক দিয়ে গন্তব্যে যেতে দেখা যায় শিক্ষার্থী, পথচারীদের। অবিলম্বে আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরী জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি মেরামতের ব্যবস্থা নিতে এলজিইডি’র জেলা ও বিভাগীয় প্রধান প্রকৌশলী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসীসহ এই রাস্তায় চলাচলকারী সুবিধাভোগী জনসাধারণ।
https://slotbet.online/