নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রংপুরের সিনিয়র সাংবাদিক জনাব সরকার মাজহারুল মান্নান। আজ (১১ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ক্রীড়াঙ্গনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছে।
তিনি বর্তমানে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
গুণী এই সাংবাদিকের অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পাওয়ায় রংপুরের ক্রীড়াঙ্গন ও সাংবাদিক মহলে আনন্দের বন্যা বইছে। তাঁরা আশা করছেন, তাঁর নেতৃত্বে রংপুর বিভাগে খেলাধুলার মান আরও উন্নত হবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।
জনাব সরকার মাজহারুল মান্নান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য মনোনীত করায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। রংপুর বিভাগের খেলাধুলার উন্নয়নে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব এবং সকলকে সঙ্গে নিয়ে কাজ করব।”
তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
https://slotbet.online/