তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টায় রংপুর কারমাইকেল কলেজের বাংলা মঞ্চে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য নবীন বরণ ও ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠান। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির সুযোগ পাওয়া কুড়িগ্রাম জেলার নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতেই এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক মো. আব্দুর রহিম, প্রাইম মেডিকেল কলেজের অতিরিক্ত পরিচালক মেজর (অব.) মো. হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার ও কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির (রংপুর আঞ্চলিক কমিটি) সাধারণ সম্পাদক মো. মনিরুল হক প্রধান, এবং তাজহাট থানার ওসি মো. শাহজাহান মিয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এক মাসের জন্য একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নাম ‘কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি, কারমাইকেল কলেজ শাখা, রংপুর’। কমিটিতে কুড়িগ্রাম জেলার শিক্ষকবৃন্দকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের হাতে একটি করে চাবির রিং ও ফুল তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্যে অংশ নেয়। এই আয়োজনের মাধ্যমে কুড়িগ্রাম থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য গড়ে ওঠে, যা তাদের নতুন শিক্ষাজীবনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
https://slotbet.online/