চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১১ টায় গুনাগরী খাসমহলস্থ এ রহমান মার্কেট এবং রামদাস মুন্সি হাট হাজী রমিজ মার্কেটে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে ডিলার মোজাহের আহমদ বলেন, স্বচ্ছতার সাথে চাল বিতরণ করার জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর প্রত্যেক কার্ডধারীকে স্ব-শরীরে উপস্থিত থেকে কার্ড প্রতি ৩০ কেজি চাউল বুঝে নেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, প্রাণি-সম্পদ সহকারী কর্মকর্তা ডাক্তার অর্জুন চক্রবর্তী, ইউপির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী লুটু, নুরুল ইসলাম (পেচু), মোহাম্মদ ফরিদ ও মহিলা মেম্বার রিনা আকতার বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সহ খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো.সেলিম হেলালী জানান, মঙ্গলবার সকাল ১০ টা থেকে কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শুরু করা হয়েছে। প্রতিটি পয়েন্টে একজন করে ট্যাগ অফিসার বিতরণ কার্যক্রম তাদারকি করছেন। বৃহস্পতিবারের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ডিলারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
https://slotbet.online/