
হাটহাজারীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষা অগ্রযাত্রায় প্রণোদনা প্রদান করেছে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সংগঠন।
আজ (১৮ ই আগস্ট) রোজ সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় জাগৃতি কার্যকরী সংসদ ২০২৫-২৬ এর ব্যবস্থাপনায় সভাপতি মো. ওসমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফুয়াদ হাসান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মীর নোয়াবুল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রেজা,
হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, সমাজসেবক অ্যাডভোকেট মো. ইসমাইল, জাগৃতি’র হিসাব নিরীক্ষক মোহাম্মদ ওসমান গনি, সাবেক সভাপতি লোকমান চৌধুরী,কামালপাড়া যুব সংঘের সভাপতি মোহাম্মদ ওসমান, হাটহাজারী খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী মানিক, সহ-সভাপতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফ মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. তৈয়ব চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষায় কৃতকার্য হওয়ার মাধ্যমে তোমরা জীবনের প্রথম ধাপ অতিক্রম করেছো। তবে সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ, এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। কেবল এ প্লাস অর্জন করলেই জীবনে সফল হওয়া সম্ভব নয়, তার সঙ্গে প্রয়োজন কারিগরি জ্ঞান ও দক্ষতা। সঠিক শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমেই জীবনে সফলতা অর্জন করা সম্ভব ।
তিনি আরো বলেন, তোমাদের লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
তিনি আরো বলেন, জীবনে সফলতা অর্জন করতে হলে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে ও দক্ষতা অর্জন করতে হবে।
https://slotbet.online/