তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
রংপুরের ঐতিহ্যবাহী সরকারি কারমাইকেল কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি একই কলেজের ইতিহাস বিভাগে অধ্যাপনা করছিলেন।
অধ্যাপক মো. হাবিবুর রহমান একজন অভিজ্ঞ শিক্ষক এবং দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তিনি কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে কারমাইকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক হাবিবুর রহমান জানান, “কারমাইকেল কলেজের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাব।”
কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, “অধ্যাপক হাবিবুর রহমান একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক। তার নেতৃত্বে কলেজ প্রশাসন আরও গতিশীল হবে বলে আমরা আশা করি। আমরা সবাই তাকে স্বাগত জানাই।”
https://slotbet.online/