তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
গৌরব, ঐতিহ্য এবং স্মৃতির প্রতীক, কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের সংগঠন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ৪০ বছর পূর্তি এবং বার্ষিক সাধারণ সভা (AGM) উপলক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট, ২০২৫) বিকেলে সমিতির স্থায়ী কার্যালয় প্রান্তিক প্যারাডাইস-এ এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক এই সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক।
সভার শুরুতেই ৪০ বছরের পথচলার স্মৃতিচারণ করা হয় এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সমিতির ৪০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী ৩ অক্টোবর, ২০২৫ তারিখে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি শুধু প্রাক্তন শিক্ষার্থীদের এক বিশাল পুনর্মিলনই নয়, বরং সমিতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। কারণ, এই অনুষ্ঠানেই সমিতির নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হবে এবং দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হবে।
অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় প্রফেসর ড. নজরুল ইসলামকে সর্বসম্মতিক্রমে অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
এছাড়াও, নতুন কমিটি গঠনের জন্য একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হন কারমাইকেল কলেজের এক সময়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব এবং ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখা সম্মানিত সাবেক ছাত্রী কামরুন নাহার ডানা। তাঁর অভিজ্ঞতা ও নিষ্ঠা এই প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
সভায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অনুষ্ঠানের অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর ফলে প্রাক্তন শিক্ষার্থীরা দেশ বিদেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ করতে পারবেন।
সমিতির পক্ষ থেকে সকল প্রাক্তন শিক্ষার্থীকে এই গৌরবময় অনুষ্ঠান ও ইতিহাসের অংশীদার হওয়ার এবং দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এই আয়োজন কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে এবং সমিতির ভবিষ্যৎ পথচলাকে আরও গতিশীল করবে।
https://slotbet.online/