আজ ২৬ জুলাই, আইকন ড্রিমস স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসনিম তাবাসসুম তনিশার জন্মদিন ” শুভ জন্মদিন “। এই বিশেষ দিনে তাকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং শিক্ষকরা।
তনিশা তার বাবা-মায়ের প্রথম সন্তান। তার বাবা, মোঃ তরিকুল ইসলাম, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর একজন এরিয়া ম্যানেজার হিসেবে সমাজ সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন। অন্যদিকে তার মা লতিফা খানম, চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। তনিশার এক ছোট বোন আছে, যার নাম তাসফিয়া তামান্না তুবা। দুই বোনই আইকন ড্রিমস স্কুলে পড়াশোনা করছে।
তনিশার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচি, মামা, চাচাতো-খালাতো ভাই বোন, ফুফু-ফুফা, খালা-খালুসহ পরিবারের সকল সদস্য। এছাড়াও, আইকন ড্রিমস স্কুলের সকল সহপাঠী ও শিক্ষকগণ এবং পল্লী জনপদের অনেকেই তনিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
তনিশার বাবা মোঃ তরিকুল ইসলাম এবং মা মোছাঃ লতিফা খানম তাদের আদরের মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তারা আশা করেন, তনিশা ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে এবং একজন ভালো মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে।
https://slotbet.online/