
গত শনিবার (২৬ জুলাই) বিকেলে ঢাকার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর সাবেক মহাপরিচালক এবং রংপুরের কৃতি সন্তান মরহুম প্রফেসর এবিএম রেজাউল করিম বাদলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ রংপুর জেলা সমিতি ও কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ড. জাকেরুল আবেদিন আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক সচিব জনাব মোঃ রেজাউল আহসান।
স্মরণসভা ও দোয়া মাহফিলে মরহুম প্রফেসর এবিএম রেজাউল করিম বাদলের সততা, কর্মদক্ষতা এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
আলোচনায় অংশগ্রহণ করেন মরহুমের ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জনাব বকুল, নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. মোঃ জুলফকার হায়দার, নায়েমের পরিচালক মোঃ সেলিমুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. রহমত আলী, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক, মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. একিউএম শফিউল আলম, সাবেক কর কমিশনার ইকবাল বাহার, কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ড. রেহেনা খাতুন, আজিমপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন, ডিআইএর পরিচালক প্রফেসর খন্দকার মাহাফুজুল আলম, ড. মো: মহসীন আলী মন্ডল প্রিন্স, সোহেল রানা এবং সাফিয়া সামি প্রমূখ।
বক্তারা প্রফেসর এবিএম রেজাউল করীম বাদলের শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান এবং ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
https://slotbet.online/