তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
রংপুর নগরীর বেহাল সড়কের দ্রুত সংস্কারের দাবিতে এবার ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন সাতমাথা এলাকার বাসিন্দারা। গতকাল শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় স্থানীয়দের উদ্যোগে জাহাজ কোম্পানির মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের খানাখন্দে ভরা অংশে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ২০ জুলাই একই সড়কের প্রতিকী গায়েবানা জানাজার আয়োজন করেও তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন।
দীর্ঘদিন ধরে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড় থেকে সাতমাথা পর্যন্ত রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। অসংখ্য ছোট-বড় খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন বারবার আশ্বাস দিলেও রাস্তা সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এর ফলস্বরূপ, চরম দুর্ভোগে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এমন অভিনব প্রতিবাদের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
তবে রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শেষে বরাদ্দ পেলে সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে। এলাকাবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হবে সেই আশায়।
https://slotbet.online/