ঝিনাইগাতীর ইউএনও আশরাফুল আলম রাসেল দরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি কোরবানির গোস্ত নিয়ে হাজির
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
/ ১১২
বার দেখা হয়েছে
আপডেট:
মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
শেয়ার করুন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
ঈদ-উল-আজহার পরদিন, আজ (৮ জুন) রবিবার, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদের দেয়া কোরবানির গোস্ত বিতরণ করতে ঝিনাইগাতী উপজেলার দরিদ্র পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল। তিনি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের অসহায় ও দুস্থ ১৫০টি পরিবারের মাঝে এসব কুরবানির গোস্ত বিতরণ করেন বলে।
খবর নিয়ে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নয়া রাংটিয়া, ভারুয়া, পূর্ব গজারীকুড়া আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের ১২০টি পরিবার এবং উপজেলার অন্যান্য আরও ৩০টি পরিবারের মাঝে এসব গোস্ত বিতরণ করা হয়। তিনি প্রত্যেক পরিবারের দরজায় গিয়ে নিজ হাতে কুরবানির মাংস তুলে দেন এবং প্রত্যেকের সাথে আন্তরিকভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। গোস্ত পেয়ে গুচ্ছগ্রামের এক মহিলা বলেন, “ভাবছিলাম, আমগোর কথা কেউ ভাবে না? কিন্তু এবার ইউএনও স্যার যেইভাবে বাড়িত আইস্যা ডাক দিয়ে গোস্তের প্যাকেট হাতে দিল। এইরহম আর আগে কেউ গোস্ত দিতে বাড়ি বাড়ি আহে নাই! আমরাও গোস্ত খাবার পাই নাই।
দোয়া করি, আল্লাহ যেন ইউএনও স্যারকে সব সময় গরিব-দুখির লগে থাকার তৌফিক দান করেন।”ঝিনাইগাতী উপজেলার (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, “ঈদের আনন্দ যেন প্রান্তিক ও অসহায় মানুষদের মাঝেও পৌঁছে , সেটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাইনি কেউ এই উৎসব থেকে বাদ থাকুক।”স্থানীয় বাসিন্দারা ইউএনও মো. আশরাফুল আলম রাসেলের এই আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক প্রশাসনিক কর্মকাণ্ড মানুষকে রাষ্ট্রের প্রতি আস্থাশীল করে তোলবে।