মীর মনসুর আসাদ স্টাফ রিপোর্টারঃ- আমিনবাজারে এখনো চলছে সেই অবৈধ সীসা কারখানাগুলো। রাজধানী ঢাকার সাভার উপজেলার আমিনবাজার ভাঙ্গা লোহার ব্রিজ সংলগ্ন অবৈধ ইট ভাটার ভিতরের চলছে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সীসা তৈরির ১৮টি কারখানা। গত ৫ নভেম্বর ২০২৪ ইং বাংলাদেশ সেনাবাহিনী ও সাভার উপজেলা প্রশাসন উচ্ছেদ করে।
পূনরায় সরকারি নির্দেশনা অবমাননা করে আমিনবাজার ভাঙ্গা লোহার ব্রিজ হইতে চার নং ডাইবেশন ও পাঁচ নং ডাইবেশন এবং রিকু পাম্পের গলি থেকে ভিতরে নদীর তীরে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে ২১ টি অবৈধ সিসা তৈরির কারখানা চালু করে।
পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত (১২ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে দুইটি কারখানার প্রায় ৪০ টন মালামাল জব্দ করে।
তবুও থেমে নেই এই অবৈধ সীসা তৈরী কারখানা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারও স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে ১৮ টি সীসা তৈরির কারখানা চালাচ্ছে।
এতে করে হুমকির মুখে পড়েছে আমিনবাজার হেমায়েতপুর এলাকার প্রাকৃতিক পরিবেশ।
অবৈধ সিসা তৈরির কারখানা প্রায় সবগুলোর মালিকের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা, মহিমাগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী ও গার্মেন্টস শ্রমিকরা অভিযোগ করে বলেন প্রতিদিন রাত ৮.০০ টা হইতে এই অবৈধ সিসা তৈরির কারখানায় ব্যাটারীর প্লেট কাঠ কয়লার আগুনে জ্বালিয়ে ভোর ৬.০০ টা পর্যন্ত সীসা তৈরি করে।
অ্যাসিডের ঝাঁজালো কালো ধোঁয়ায় এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
কারখানার মালিকদের সমন্বয়ক এনামুল হক ও শিপলু এর নিকট গণমাধ্যম কর্মীরা কারখানা সম্মন্ধে জানতে চাইলে তারা বলেন ” আমরা কারখানাগুলো সবাইকে ম্যানেজ করেই চালাই, আপনাদের নিউজে কিছু হবে না। ভ্রাম্যমাণ হবে আবার কারখানা তৈরি করবো”। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অথবা কোনো কাগজপত্র আছেকিনা জানতে চাইলে তারা বলেন “আমরা কাগজ ছাড়াই কারখানা চালাই।
এলাকাবাসী এসব কারখানার ধোয়া ও বর্জে অতিষ্ঠ। এলাকার সচেতন মহল অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সিসা তৈরির কারখানাগুলো উচ্ছেদ করতে মাননীয় পরিবেশ উপদেষ্টা, ঢাকা বিভাগীয় কমিশনার,পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর, বিভাগীয় পরিবেশ অধিদপ্তর ঢাকা, সাভার উপজেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।
https://slotbet.online/