
রংপুরে পল্লী জনপদ হাউজিং সোসাইটি’র দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জানা যায়, নির্বাচনে ২টি প্যানেল (কালাম-নাহিদ- রাশিদুল-অতুল পর্ষদ ও আরেফিন-মাজেদুল-লিজা-শামিম পর্ষদ) থেকে মোট ২৪ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এ লক্ষ্যে জোর প্রচারনা চালাচ্ছেন তারা। নমিনেশন দাখিলের পর থেকেই চলছে তাদের প্রচার প্রচারনা। দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। অনলাইনেও চলছে প্রার্থীদের ভোট চাওয়া কার্যক্রম।
সরেজমিনে জানা যায়, পল্লী জনপদ রংপুর-এ ২৭২টি ফ্ল্যাট রয়েছে। অর্থাৎ ২৭২ টি ফ্ল্যাট মালিকই পল্লী জনপদের ভোটার। তাদের ভোটে নির্বাচিত হবেন প্রার্থীরা। মালিকদের একটা বড় অংশ জনপদের বাহিরে অবস্থান করছেন বলে জানা যায়। তবে তাদের সাথে মোবাইলে যোগাযোগ করে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
এদিকে পল্লী জনপদের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা সমাধানে জনপদ বাসীকে নানা ধরণের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এ নিয়ে পল্লী জনপদ হাউজিং সোসাইটির whatsapp গ্রুপে চলছে তাদের প্রচারনা। প্রতিনিয়তই তারা প্রতিশ্রুতি সম্বলিত বাণী দিয়ে যাচ্ছেন গ্রুপে।
এদিকে একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়, যোগ্য প্রার্থীদেরকেই ভোট দিবেন তারা। যারা জনপদবাসীর হয়ে, তাদের সমস্যা সমাধানে কাজ করবেন তাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে বেছে নিবেন ভোটাররা। তবে তাদের একটাই চাওয়া “পল্লী জনপদ” যেন একটা সত্যিকারের সোসাইটিতে পরিণত হয়। এখানে যারা পরিবার পরিজন নিয়ে বসবাস করে তারা যেন সকল সুযোগ সুবিধা নিয়ে সম্মানের সহিত বসবাস করতে পারে। পল্লীবাসীর প্রত্যশা, যে প্যানেলেই নির্বাচিত হোক পল্লী জনপদে যাতে বসবাসের সুন্দর পরিবেশ বিরাজ করে।
এখন শুধু অপেক্ষার পালা, দেখা যাক কারা হন ২ বছরের জন্য পল্লী জনপদবাসীর ভালোবাসার মানুষ।
https://slotbet.online/