জানা যায় রাজশাহীতে নার্সিং কলেজ গুলোর কিছু প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের কাছে চার-পাঁচ হাজার টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে অনুসন্ধানে গিয়ে জানা গেল এই অতিরিক্ত টাকা কেন নেওয়া হয়েছে।
উদ্দেশ্য নিজেদের ইচ্ছামত কেন্দ্র সেটাফকেন্দ্রে ফ্যাসালিটি প্রদান করা এমসিকিউ করিয়ে দেওয়া আবাদে নকল করার সুযোগ করে দেওয়া, ভাইবা পরীক্ষায় পাস করিয়ে দেওয়া ইত্যাদি দুর্নীতি তাদের মূল উদ্দেশ্য।
রাজশাহীর শিক্ষিত সমাজের দাবি, বেসরকারি কেন্দ্র বাতিল করে সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্র করে দেওয়া, যে সকল বেসরকারি নার্সিং কলেজ আছে রাজশাহীতে, নিজ নিজ কেন্দ্রে পরীক্ষা না দেওয়ানোর জন্য দাবি জানিয়েছে শিক্ষিত সমাজ। এতে যেমন বৈষম্য দূর হবে তেমনি শিক্ষার হার ও বাড়বে এবং মেধা তালিকার চূড়ান্ত ফল পাওয়া যাবে।
রাজশাহীতে টাকার বিনিময়ে যে সকল নার্সিং কলেজ কে কেন্দ্র পালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, নার্সিং কাউন্সিলের রেজিস্টার, হালিমা আক্তার, ও ডিউটি রেজিস্টার ওর ডেপুটি রেজিস্টার নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে।
কেন্দ্র সমূহ উল্লেখ করা হলো,(১) গ্লোবাল নার্সিং কলেজ, +হেলথ কেয়ার নার্সিং, +রেডি আম নার্সিং, (২)প্রিমিয়ার নার্সিং কলেজ,+ ডায়াবেটিক্স নার্সিং কলেজ,( ৩) উদয়ন নার্সিং কলেজ, +
নগর নার্সিং, (৪)এম রহমান নার্সিং কলেজ +পদ্মা নার্সিং কলেজ।
এই সকল বেসরকারি নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের কে বলা হয়েছে টাকার কথা বললে ফেল করিয়ে দেওয়া হবে।
এর আগেও নিলুফার বিরুদ্ধে,, ২৬ শে নভেম্বর ২০২৪ তাং,,নানকের সুপারিশে নিয়োগ, ভারতে টাকা পাচারসহ যত অভিযোগ নিলুফার বিরুদ্ধে এই শিরোনামে নামে নিউজ প্রকাশিত হয়েছিল স্বনামধন্য পত্রিকার,, যুগান্তরে,
https://slotbet.online/