দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ভুয়া এনজিওর নাম ব্যবহার করে এবং ভুয়া টিসিবির কার্ড বিতরণ করে সাধারণ মানুষের কাছে বিভিন্ন পণ্য বিক্রয়ের দায়ে নারীসহ চারজন কে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সোয়া ৪ ঘটিকার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এ জরিমান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার খানপুর ইউনিয়নের শাহাবুল ইসলামের ছেলে সবুর হোসেন (৩০) উপজেলার চড়াই ভিটা এলাকার আইয়ুব আলীর ছেলে আজিম শাহ (২৭) মৌপুকুর এলাকার মোরশেদ আলমের স্ত্রী মালেকা খাতুন (৩২) এবং গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলার কুঞ্জমোহন পুর এলাকা রঞ্জু মিয়ার ছেলে আবু হানিফ (২৫)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও এর নাম ব্যবহার করে উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের উত্তর ভগবতীপুর গ্রামে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন পণ্যের মূল্যের চেয়ে বেশি টাকা নিয়ে বিক্রয় করছিল। এছাড়াও স্বাস্থ্যসেবার নামে ও ভুয়া টিসিবির কার্ড বাবদ প্রতি জনের কাছে থেকে ১৫০ টাকা করে গ্রহণ করছিলেন এমন অভিযোগে এলাকাবাসী তাদের আটক করে উপজেলা নির্বাহীকে খবর দেন।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় পরে অভিযোগের সত্যতা পাওয়ায় এক নারীর সহ চারজন কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
https://slotbet.online/