বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে আমিও মাঠে থেকে কাজ করেছি। আমার নির্বাচনী মাঠে ঘাটে অভিজ্ঞতার আলোকে একটি কথা পরিস্কার করে বলছিল- আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন হবে কঠিন নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে আগামীর নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। আমাদের দলকে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে হবে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা ২০০৭ সাল থেকে বিরোধী দলে রয়েছি। আমাদের কিছু কিছু নেতাকর্মী মনে করছে হাসিনা নেই ,আওয়ামীলীগও নেই আমরাই তো ক্ষমতায় থাকবো, সেসকল নেতাকর্মীদের বলবো নো, আপনি ক্ষমতায় নেই আপনার দলও ক্ষমতায় নেই। আমাদের শক্তি জনগন। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, অনেক কিছু মনে রাখে। আজকে যদি দলের কোন নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দলীয় কর্মকান্ড পরিচালনা করেন তাহলে তার দ্বারা কোন অন্যায় বা ক্ষতি হবে না। যদি কোন নেতা দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি নষ্ট করে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

ভার্চুয়ালি সভায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, রাশেদুল হাসান রঞ্জন, ভিপি অমর কৃষ্ণ দাস, ভিপি শামীম, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, আবু সাইদ সুইট কৃষকদলের সদস্য সচিব টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ, সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ জেলার ৯টি উপজেলার বিএনপির সভাপতি-সম্পাদকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/