মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আন্দোলনের নামে বর্তমান চলমান আন্দোলনে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মহা-ষড়যন্ত্রের প্রতিবাদে কাজিপুরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জুরুল ইসলাম সিবন চাকলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি সরওয়ার্দী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ভুলু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সুমন প্রমূখ। অনুষ্ঠান শেষে বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শেষ হয়।
https://slotbet.online/