উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনী মধ্যপাড়া যুব সংঘ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ক্লাবের হলরুমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি পারভেজ ভুইয়া
ভোটগ্রহন শেষে ফুটবল প্রতীকে ৮৩ ভোট পেয়ে পারভেজ ভুইয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সানোয়ার হোসেন মন্ডল পেয়েছেন ৬৩ ভোট।

নবনির্বাচিত সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক
মোটর সাইকেল প্রতীক নিয়ে ১০২ ভোট পেয়ে আব্দুর রাজ্জাক সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধী রুবেল সরকার পেয়েছেন ৪২ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সী। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল খালেক মন্ডল ও ইসমাইল হোসেন।

নির্বাচনে ক্লাবের ১৫৩জন সদস্যের মধ্যে ১৪৭ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্যদিকে নির্বাচনকে ঘিরে রেলওয়েকলোনী এলাকায় উৎসবমুখর হয়ে ওঠেছিল।
https://slotbet.online/