
দেশের উত্তর জনপদের জেলা পঞ্চগড়ে ক্ষুদ্রঋণ ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ৮৫৩তম শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সদর উপজেলার জগদলে ‘জগদল শাখা’র উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়। শাখাটি সংস্থার দিনাজপুর জোনের আটোয়ারী এরিয়ার অন্তর্ভুক্ত।
এসময় শাখাটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসএস দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার জনাব শাহিন মাহমুদ। উদ্বোধনের পরপরই শাখার প্রথম ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অরুণ কুমার (জোন হিসাব কর্মকর্তা), জনাব মোঃ আনোয়ার হোসেন (ঠাকুরগাঁও এরিয়া ম্যানেজার), জনাব ইমদাদুল হক মিলন (আটোয়ারী এরিয়া ম্যানেজার), জনাব আব্দুল খালেক প্রধান (শাখা ব্যবস্থাপক, জগদল শাখা), এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জগদল শাখার সদস্যবৃন্দ এবং সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এসএসএস বর্তমানে সারাদেশের সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কেবল ঋণ সুবিধাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, শিশু অধিকার রক্ষা এবং দুর্যোগকালীন সহায়তায় সংস্থাটি অগ্রণী ভূমিকা পালন করে। জগদল শাখার মাধ্যমে এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বর্তমানে পঞ্চগড়ে জেঁকে বসা প্রচন্ড শীতের কথা বিবেচনা করে সংস্থাটি এক মানবিক উদ্যোগ গ্রহণ করে। ঋণ বিতরণের সময় উপস্থিত প্রতিজন সদস্য ও অভিভাবককে সংস্থার পক্ষ থেকে একটি করে উন্নতমানের কম্বল প্রদান করা হয়। হাড়কাঁপানো শীতে তাৎক্ষণিক এই উপহার পেয়ে সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সদস্য ও অভিভাবকদের মাঝে দুপুরের খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
https://slotbet.online/