ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে ফরহাদুল ইসলাম ফাহাদকে সভাপতি ও মামুন অর রশীদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২২ আগষ্ট) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সুমন সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করেন তারা।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আল আমীন, সহ-সভাপতি ছায়েম আহম্মেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ন পারভেজ ও জাহাঙ্গীর হোসেন। সাংগঠনিক সম্পাদক শিহাব নওশীন খান। এছাড়াও বিভিন্ন পদ ও কার্যনির্বাহী সদস্য পদে ৩৩ জন সদস্য রয়েছে।
https://slotbet.online/