ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, সোনাহাট বিজিবি কমান্ডার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। তিনি প্রতি মাসেই মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা সহ যানজট নিরসনে প্রচারাভিযান চালাবেন বলে জানান। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য সকলের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
https://slotbet.online/