নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ইপিজেড মোড়ে গড়ে উঠেছে স্বাস্থ্যসেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান—‘বৃষ্টি ফার্মেসী এ্যান্ড ড্রেসিং সেন্টার’। অভিজ্ঞ ও মানবসেবায় প্রতিশ্রুতিবদ্ধ একজন সাবেক সেনা সদস্য মোঃ ছামিউল আলমের দক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই ফার্মেসি ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্রটি। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিক্যাল কোর-এর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওটিএ এবং বর্তমানে একজন নিবন্ধিত ফার্মাসিস্ট (RMP)।
এই ফার্মেসিতে দেশি-বিদেশি বিভিন্ন মানসম্পন্ন ঔষধ অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়, যা আশেপাশের মানুষের জন্য অনেকটা আশীর্বাদস্বরূপ। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি একটি সহজলভ্য ও নির্ভরযোগ্য ওষুধের উৎস হয়ে উঠেছে। শুধু ওষুধ বিক্রয় নয়, এখানে প্রাথমিক চিকিৎসা, ক্ষত ড্রেসিং, ইনজেকশন প্রদান, প্রেসার ও সুগার মাপার সুবিধাও রয়েছে, যা গ্রামাঞ্চলে খুব বেশি দেখা যায় না।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন স্বত্বাধিকারী ছামিউল আলম নিজেই। একজন অভিজ্ঞ সেনা মেডিক্যাল সার্জেন্ট হিসেবে তার ব্যবস্থাপনায় রোগীরা পাচ্ছেন সঠিক পরামর্শ, পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবা। তিনি বলেন, “মানুষের সেবা করাই এখন আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর মানুষের ভালোবাসা দিয়েই কাজ করে যাচ্ছি।”
স্থানীয়দের মতে, ‘বৃষ্টি ফার্মেসী এ্যান্ড ড্রেসিং সেন্টার’ শুধুই একটি ফার্মেসি নয়, বরং এটি একটি সেবাকেন্দ্র, যেখানে গরিব-দুঃখীরাও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এমন মানবিক ও সেবাধর্মী উদ্যোগ স্বাস্থ্য ব্যবস্থায় নতুন আশার আলো দেখাচ্ছে।
সত্যিকারের সেবা যেখানে লক্ষ্য, সেখানে সীমাবদ্ধতা বড় বাধা নয়—এই বিশ্বাসেই ‘বৃষ্টি ফার্মেসী এ্যান্ড ড্রেসিং সেন্টার’ হয়ে উঠেছে এলাকার মানুষের প্রিয় স্বাস্থ্যসেবাকেন্দ্র।
https://slotbet.online/