নিজস্ব প্রতিবেদকঃ তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি”র) উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ জুন) সন্ধ্যায় হাসপাতাল সড়কে অবস্থিত আজিজ লাইব্রেরী হল রুমে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পরে দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি -এনসিপি, কুড়িগ্রাম জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া, হাফিজুর রহমান খান, শ্রমিক উইং সমন্বয়ক মমিনুর রহমান।ভূরুঙ্গামারী উপজেলা মুখ্য সংগঠক মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠক মোরশেদূর রহমান আনিস, আবু শামীম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনদুর্ভোগের কথা তুলে ধরেন। তারা বলেন, “দেশের মানুষের অধিকার আদায়ে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় নাগরিক পার্টি বিকল্প শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। তাই সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।” আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে এনসিপির নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। “সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
https://slotbet.online/