সোহেল সরকার, লন্ডন:
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে–এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাননীয় মন্ত্রী আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের নতুন কমিটি ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আহাদ চৌধুরী অর্ধশতাধিক সদস্যের সমন্বয়ে গঠিত বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে-র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিয়ে গঠিত এই শক্তিশালী কমিটিতে আব্দুল হেলাল চৌধুরীকে সভাপতি, ড. মো. জয়নুল আবেদীন রোজকে সহ-সভাপতি এবং মো. মতাব্বীর হোসেন চুনুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটি ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আব্দুর রহমান বলেন, “প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত হয় কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ড. জয়নুল আবেদীন রোজ তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান। লন্ডনের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
https://slotbet.online/