আমির হোসাইন
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামে পাওনা দেড় হাজার টাকার জেড় ধরে বৃদ্ধ সোনা মিয়া হত্যা মামলার ৬ আসামিক গ্রেফতার করেছে র্যাব।
রবিবার(১১ জানুয়ারি) সকালে পৃথক দুটি স্থান অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল অ সুনামগঞ্জ জেলার সদর থানার তেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মামলা নং-১৭, তাং-২৩/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬(২)/১১৪/সংযোজন ৩০২ পেনাল কোড ১৮৬০; এর মূলে ৪ জন পলাতক আসামি উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামে আমীর আলীর ছেলে শাহ জাহান (৩৬),আঃ মোতালিব এর ছেলে মোঃ বিল্লাল মিয়া (৩৪),মোহাম্মদ আলীর ছেলে জহুর মিয়া(৪২) কে গ্রেফতার করা হয়।
অপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর আভিযানিক দল জেলার সদর উপজেলার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে একেই মামলার এজাহারনামীয় ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো,উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের আমীর আলীর ছেলে শাহ করিম (৩৪) ও আল আমিন (৩২)।
অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-৯, সিলেট কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
https://slotbet.online/