নিজস্ব প্রতিবেদক:-বগুড়ার শেরপুরে দৈনিক প্রথম আলোর উপজেলা প্রতিনিধিসহ তিন সাংবাদিককে হয়রানিমূলক হত্যাচেষ্টা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংবাদিক জোট। এতে শেরপুর উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অবিলম্বে তিন সাংবাদিকের নাম মামলা থেকে প্রত্যাহার, তদন্ত ছাড়াই মামলা গ্রহণের দায়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার এবং ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণের ক্ষেত্রে পেশাগত পরিচয় যাচাই ও প্রাথমিক তদন্ত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের দাবিতে বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়কারী রঞ্জন কুমার দে’র সভাপতিত্বে এবং ডেইলি অবজারভার-এর প্রতিনিধি সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শহর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শাহাবুল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সরোয়ার জাহান, প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি শফিকুল ইসলাম বাবলু, দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর প্রতিনিধি ইফতেখার আলম ফরহাদ, দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি লিমন হাসান, দৈনিক দেশ প্রতিদিন-এর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক জবাবদিহি-এর প্রতিনিধি আরিফুজ্জামান হীরা, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও কালবেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক গণমুক্তি-এর প্রতিনিধি নজরুল ইসলাম জ্যাকি এবং দৈনিক ভোরের চেতনা-এর প্রতিনিধি আহসান হাবিব প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মোহাম্মদ মিলন সরকার, সাখাওয়াত হোসেন জুম্মা, আল মাহমুদ কমল, সনাতন সরকার, শাজাহান মণ্ডল, মেহেদী হাসান মজনু, এনামুল হক, নাজমুল হুদা নয়ন, আবু বক্কর সিদ্দিক, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, বিমান মৈত্র, দুলাল শেখ, বাদশা আলম, ইউনুস আলী, বিপ্লব মোহন্ত ও রায়হান পারভেজসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় শেরপুরের সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময়ও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালন করেছেন। অথচ বর্তমানে সাংবাদিকদের বিরুদ্ধেই দায়ের করা হত্যাচেষ্টা মামলা (মামলা নং–৮২) সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
মামলায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার শেরপুর প্রতিনিধি শুভ কুন্ডু, দৈনিক প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার ওরফে সবুজ চৌধুরী এবং দৈনিক প্রভাতের আলো পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন পল্লবকে আসামি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের প্রকৃত পেশাগত পরিচয় গোপন রেখে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এজাহার গ্রহণ করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। অবিলম্বে সাংবাদিকদের নাম মামলা থেকে প্রত্যাহার এবং ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণের আগে পেশাগত পরিচয় যাচাই ও প্রাথমিক তদন্ত নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এবং অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
https://slotbet.online/