
নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাঁশখালী উপজেলায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বই বিতরণ উৎসব ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা পর্যায়ে আয়োজিত এই বই বিতরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুল হামিদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও দপ্তরি কাম প্রহরীগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন শিক্ষকদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেন। পরে সংশ্লিষ্ট শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের জন্য পাঠ্যবই গ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সময়মতো পাঠ্যবই বিতরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ে। সরকার প্রাথমিক শিক্ষাকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বক্তারা উল্লেখ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুল হামিদ বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বই বিতরণ কার্যক্রম একটি বড় মাইলফলক। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বই বিতরণ কার্যক্রমের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সময়মতো পাঠ্যবই পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
https://slotbet.online/