আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সহ সভাপতি আশরাফুল হক রিপন ও আনোয়ার সাদাত সায়েম।
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমি প্রথমেই আমাকে ধানের শীষ প্রতীক দেওয়ায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেনি। এবার ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা থাকবেনা। এবার নির্বিঘ্নে যাকে পছন্দ তাকে ভোট দিবে। আমি বিজয়ী হলে বিএনপি নেতাকর্মীর সহ সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে রূপগঞ্জকে মনের মতো করে সাজাবো।
https://slotbet.online/