স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাগর বর্মন (২২)নামে এক হিন্দু পরিবারের জমি জোড় করে দখল নিয়ে বোরো ধানের চাষাবাদ করেছেন প্রভাবশালী প্রতিপক্ষ।
প্রশাসনের কাছে গেলেও কোনো সহায়তা পাচ্ছেন না বলে জানিয়েছেন ভোক্তভোগী ও তার পরিবার। এনিয়ে উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে,বিবিধ/পিটিশন মামলা নং-৯৬৭/২৫ (তাহিরপুর)। ধারা- ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা। জেলা-সুনামগঞ্জ, থানা-তাহিরপুর, মৌজা-জামালগড়, এস, এ জে.এল নং-,-১৬৬, এস.এ খতিয়ান নং-৩৭৯, এস, এ দাগ নং-১৫২৬, মোট পরিমাণ-০.৭১ শতক, একর, শ্রেনী- বোরো রকম ভূমি।
ভুক্তভোগী উপজেলা সদর ইউনিয়নের খলাহাটি গ্রামের মৃত সখী চরণ বর্মনের ছেলে সাগর বর্মন (২২)। তিনি ক্রয় সুত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করে ভোগ দখল করছেন। কিন্তু একেই উপজেলার রতনশ্রী গ্রামের রতন উদ্দিনের ছেলে প্রভাবশালী শাহ আলম সহ সহযোগী ৬ জনের একটি চক্র স্থানীয় ক্ষমতার দাপট দেখিয়ে দলবল নিয়ে জমি দখল নিতে গেলে সাগর বর্মন আদালতের মামলা দায়ের করে।
এরপর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ভূমিতে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন এবং উভয় পক্ষই ভূমিতে শান্তি শৃংখলা বজায় রেখে আইন শৃংখলা রক্ষাসহ সকল প্রকার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ দেন।
অন্যথায় বিজ্ঞ আদালতের আদেশ অমান্যকারী পক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ও জানানো হয়। একেই সাথে উভয় পক্ষকে আগামী ২৫/০২/২০২৬খ্রিঃ ধার্য্য তারিখে বিজ্ঞ আদালতে হাজির হয়ে বিরোধ নিস্পত্তির জন্য বলা হয়। কিন্তু ঐ চক্রটি গত ১৬ ডিসেম্বর সকালে লোকজন নিয়ে জমি চাষাবাদ করে।
ভুক্তভোগী সাগর বর্মন জানান,বিবাদী স্থানীয় ভাবে শক্তিশালী হওয়ার আমি নিরুপায়।
আমি নিরাপত্তাহীনতায় আছি, কারন তারা শক্তিশালী। তারা আদালতের নির্দেশ ও আইনকে অমান্য করেছে, আমি আইনের মাধ্যমে এর পতিকার দাবী করছি।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান,এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

https://slotbet.online/