তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী তানহা শান্তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে ‘বিউটিফুল ভালুকা’ নামের একটি ফেসবুক পেজের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন এনসিপির নেতা মোসতাক আহমেদ।
থানা সূত্রে জানা যায়, সম্প্রতি ‘বিউটিফুল ভালুকা’ নামের একটি ফেসবুক পেজ থেকে এনসিপি মনোনীত প্রার্থী তানহা শান্তাকে নিয়ে একাধিক পোস্ট দেওয়া হয়। এসব পোস্টকে সম্মানহানিকর ও বিভ্রান্তিকর দাবি করে আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ জানানো হয়।
এ বিষয়ে তানহা শান্তা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক প্রতিক্রিয়ায় বলেন, এনসিপি থেকে মনোনয়ন পাওয়ার পর গত দুই দিনে মাত্র দুটি ফেসবুক পেজ থেকে তাকে নিয়ে ‘অসংখ্য নোংরামি’ প্রচার করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সরাসরি নির্বাচনী প্রচারণায় নামলে ভবিষ্যতে আরও ভয়ংকরভাবে এসব অপপ্রচার চালানো হতে পারে।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পারিবারিক একটি কঠিন সময়ের মধ্যেও তিনি চুপ থাকলে এসব অপপ্রচারকে ভয় পাওয়া হিসেবে ব্যাখ্যা করা হতে পারে বলে মনে করছেন। এ কারণে তিনি নিজের অবস্থান স্পষ্ট করছেন বলে জানান।
তানহা শান্তা তার লেখায় আসন্ন নির্বাচনকে ‘ভদ্রলোক বনাম পুরোনো বন্দোবস্ত ও কালো টাকার মালিকদের নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, নতুন বাংলাদেশে ভদ্রভাবে রাজনীতি করার পক্ষেই সাধারণ মানুষ অবস্থান নেবে। তিনি দাবি করেন, জনগণের ভোটে ভদ্র রাজনীতির পক্ষের মানুষরাই বিজয়ী হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ‘বিউটিফুল ভালুকা’ পেজের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
https://slotbet.online/