আমির হোসাইন স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি নিয়ে উত্তাল হয়ে উঠেছে তাহিরপুর উপজেলা সদর বাজার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে একটি বিশাল গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণ করে তাহিরপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন স্তরের হাজার হাজার সাধারণ মানুষ। সন্ধ্যা থেকেই তাহিরপুর উপজেলা সদর বাজারে জমায়েত শুরু করেন তারা। কামরুজ্জামান কামরুল, যিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, তার প্রতি সমর্থন প্রদর্শনের জন্যই জনতার এই জোয়ার।
মিছিলে একটাই দাবি—বিএনপির পক্ষ থেকে সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুলকে ধানের শীষ প্রতীকের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক। বিক্ষোভকারীদের উত্সাহী স্লোগান ভরিয়ে তোলে তাহিরপুরের বাতাস। তারা জোরালো স্লোগান দেয়, “তুমি কে আমি কে, কামরুল কামরুল, এই সেই বুঝি না, আমরা কামরুল ছাড়া মানি না। বক্কর ছক্কর বাদ দিন, কামরুলকে কার্ড দিন।”
গণমিছিল শেষে এক সমাবেশে বক্তারা জানান, কামরুজ্জামান কামরুল কেবল একজন রাজনীতিক নন; তিনি গরীব, দুঃখী ও মেহনতী মানুষের একজন পরীক্ষিত বন্ধু। কামরুল প্রতিটি বিপদ-আপদে মানুষের পাশে থাকেন এবং বিগত সময় উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় সততা ও দক্ষতার সঙ্গে জনসাধারণের উন্নয়নে কাজ করেছেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, তৃণমূলের জনসমর্থন ও কামরুলের দীর্ঘ রাজনৈতিক ত্যাগকে অগ্রাহ্য করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য ক্ষতির কারণ হবে। তারা দাবি জানান, বিএনপির হাইকমান্ড কামরুজ্জামান কামরুলকে সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করুক। বিক্ষোভকারীরা দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন, তারা কামরুল ছাড়া অন্য কোনো প্রার্থীর মনোনয়ন মেনে নেবেন না।
https://slotbet.online/