নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তাপ থামছে না। মনোনয়ন বঞ্চিত এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের নেতৃত্বে তানোরে মশাল মিছিল হলে এর প্রতিবাদে মাঠে নামে দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের সমর্থকরা।
বুধবার বিকেলে মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনের সমর্থকেরা তানোর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় নেতা-কর্মী ও তরুণ ভোটারদের উপস্থিতিতে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা স্লোগানে জানান, দলের চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অবস্থানই গ্রহণযোগ্য নয়।
নেতারা বলেন, আন্দোলনের সময় যিনি মাঠে ছিলেন না, তাকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা বিএনপির রাজনীতির জন্য ভালো বার্তা নয়। তাই কেন্দ্রের সিদ্ধান্তে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।
শেষে মিছিলটি শান্তিপূর্ণভাবে তানোর বাজার এলাকায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
https://slotbet.online/