তাড়াশ প্রতিনিধি:
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি, সারা দেশের সাথে একযোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত।
সিরাজগঞ্জের তাড়াশে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ দপ্তর মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শন- র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বাদল মিয়া সভাপতিত্বে: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বাদল মিয়া জানান, এবার প্রদর্শনীতে ৩০ টি স্টল অংশগ্রহণ করে। এরমধ্যে রয়েছে- গবাদিপশুর ওষুধ ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, পশু ও পাখির খামার, দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন: গাভী, বাছুর, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, সৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শর্মস্ঠা সেন গুপ্তা উপজেলা কৃষি আফিসার, মোঃ মোকাররম হোসেন উপজেলা মৎস অফিসারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা প্রদর্শনীতে ছিলো প্রায় ৩০ টি স্টল। সেই সব স্টলগুলোতে প্রাণী সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তির যন্ত্রপাতি এবং বিভিন্ন গৃহপালিত পশু-পাখি স্টলগুলোতে থাকা খামারিদের মাধ্যমে প্রদর্শিত হয়। এছাড়াও সুফলভোগী খামারিরা তাদের সুযোগ -সুবিধার কথা তুলে ধরেন। এবং খামারিদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী (২ ডিসেম্বর)।
২৬-১১-২০২৫ -০১৭২৫২০১০২৩-
https://slotbet.online/