নিজস্ব প্রতিবেদকঃ
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. বদরুল আলম।
সভায় সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন শান্ত, সহ-সভাপতি এস. এম. ইসলাম উকিল, নজরুল ইসলাম টুটুল, শাহিনুজ্জামান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. ইকবাল হোসেন নিপুসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় আরও অংশ নেন—
জাকির হোসেন মোল্লা, সানজিদা আক্তার শবনম, জি. এস. জয়, র. ই. জাকির, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ নাসির বিন আরেফিন, মনজুরুল আহমেদ, আব্দুল মালেক, গাজী শাহজালাল, ফরিদা পারভীন ববি, এ. ওয়াই. এস. কামরুল ইসলাম, মিজানুর রহমান খান, জান্নাত আক্তার, শহীদুজ্জামান পলাশ, হোসাইন মোহাম্মদ এনামুল হক, মোঃ হুমায়ুন কবির, সাহা আফগান আসাদুল্লাহ, মোঃ খলিলুর রহমান ও রশিদ ই মাহবুব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. বদরুল আলম বলেন, “মিরপুর প্রেসক্লাব এলাকায় কর্মরত সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তার প্রতীক। সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”
সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, “মিরপুর প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ডিজিটাল সাংবাদিকতা, পেশাগত প্রশিক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”
সভায় অন্যান্য বক্তারাও সংগঠনের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
https://slotbet.online/