তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
গুরুতর কিডনি রোগে আক্রান্ত শেরপুরের তরুণ কনি মিয়াকে বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন ১০ লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের টাকা আগামী ৭ দিনের মধ্যে সংগ্রহ করার লক্ষ্যে দেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি বিশেষ মানবিক আবেদন জানানো হয়েছে।
কনির চিকিৎসার জন্য এই আর্থিক সাহায্যের প্রয়োজনীয়তা তীব্র আকার ধারণ করেছে, কারণ তার দুটো কিডনিই বিকল। বর্তমানে ডায়ালাইসিসের মাধ্যমে কোনোমতে তার জীবন বাঁচিয়ে রাখা হলেও, চিকিৎসকদের মতে, অবিলম্বে কিডনি প্রতিস্থাপন অপরিহার্য।
কনির মা মনোয়ারা বেগম নিজের একটি কিডনি দিতে প্রস্তুত থাকলেও, দরিদ্র পরিবারের পক্ষে প্রতিস্থাপনের জন্য আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব।
বিল্লাল ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগ ও বিশেষ অনুরোধ:
এই মানবিক সংকটে শেরপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিল্লাল ভাই (ফেসবুক পেজ: ‘থটস অব বিল্লাল’) ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটরসহ দেশের অন্যান্য জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন:
”কনি মিয়ার জীবন বাঁচাতে আমাদের হাতে সময় খুবই কম। আমি ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা দিচ্ছি। আমি জানি, আপনারা একজোট হলে এই ১০ লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব নয়। আমি সকল কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ শেরপুর আসুন, কনি মিয়ার পাশে দাঁড়ান। আপনাদের একটি ভিডিও, একটি লাইভ সেশন, কিংবা ছোট একটি অনুদান একটি জীবন বাঁচাতে পারে।”
কনি মিয়ার বর্তমান অবস্থা:
কনি মিয়া একসময় চালকলের শ্রমিক হিসেবে কাজ করে পরিবারের হাল ধরেছিলেন। বর্তমানে ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তার চিকিৎসা চলছে। প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে কেবল ডায়ালাইসিসের পেছনে, যা এখন দান-সাহায্যের উপর নির্ভরশীল।
কনিকে বাঁচাতে হলে আগামী ৭ দিনের মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা অত্যন্ত জরুরি।
আপনারাও এগিয়ে আসুন!
কনি মিয়ার জীবন বাঁচাতে দেশের সকল মানবিক ও সমাজসেবামূলক কাজে যুক্ত কন্টেন্ট ক্রিয়েটরদের দ্রুততার সাথে এই উদ্যোগে শামিল হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। আপনার সামান্য সহযোগিতা কনি মিয়াকে একটি নতুন জীবন দিতে পারে।
আপনার কন্টেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে এই খবরটি প্রচার করুন।
বিল্লাল ভাইয়ের আহবানে সাড়া দিয়ে অনুদান সংগ্রহে অংশ নিন।
আসুন, এই মহৎ উদ্যোগে একসাথে অংশ নিয়ে শেরপুরের এই তরুণকে বাঁচাই।
https://slotbet.online/