নিজস্ব প্রতিবেদক
সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো এক শ্বাসরুদ্ধকর নবীন-প্রবীণ প্রীতি ফুটবল ম্যাচ। ‘তারুণ্যের উৎসব-২৫’ উপলক্ষে এসএসএস এর নেইম ও প্রবীণ কর্মসূচির আওতায় আয়োজিত এই খেলায় অভিজ্ঞতার কাছে হার মানলো তারুণ্য। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর প্রবীণ দল ৬-৪ গোলের ব্যবধানে নবীন দলকে পরাজিত করে শিরোপা জিতেছে।
গতকাল রবিবার (১৯ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের রসুলপুর বাছিরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নতুন ও পুরনো প্রজন্মের মধ্যে মেলবন্ধন সৃষ্টি এবং পারস্পরিক সম্মান ও ভালোবাসার পরিবেশ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। মাঠের উত্তেজনা ছাপিয়ে পুরো ম্যাচে দুই প্রজন্মের মধ্যে ফুটে উঠেছে এক অনন্য সম্প্রীতি।
খেলা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: নজরুল ইসলাম খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
জনাব মো: জাহাঙ্গীর হোসেন খান, সমন্বয়কারী, নেইম -প্রবীণ-কৈশোর কর্মসূচি। জনাব মো: আক্কেল আলী, সহ-সমন্বয়কারী, নেইম, প্রবীণ ও কৈশোর কর্মসূচি। জনাব মো: আনিছুর রহমান, ট্রেইনার, এসএসএস। জনাব মো: আমিনুল ইসলাম, উপজেলা কর্মকর্তা, কৈশোর কর্মসূচি।
পুরো খেলাটি দক্ষতার সাথে পরিচালনা করেন টাঙ্গাইল জেলা রেফারী সমিতি ও ইউনিয়ন প্রবীণ সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতায় ছিলেন- জনাব আব্দুল আলিম (এসও, নেইম কর্মসূচি), জনাব মো: শহিদুল ইসলাম (কৃষিবিদ, নেইম কর্মসূচি, চারাবাড়ি), জনাব আব্দুল মমিন (কর্মসূচি কর্মকর্তা, মগড়া) এবং জনাব সোলাইমান (নেইম কর্মসূচি)।
আয়োজকরা জানান, এই প্রীতি ম্যাচটি নিছক একটি খেলা ছিল না, এটি ছিল দুই প্রজন্মের মধ্যে সম্মান ও ভালোবাসার এক মিলনমেলা, যা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সহায়ক হবে।
https://slotbet.online/