ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ২২ বোতল ফেন্সিডিল সহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছাম্মত রানী (১৮) এবং নীলা (২২)।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেক আটক করে পুলিশ । এ সময় ওই দুই নারীকে তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল আল মাহমুদ বলেন, ওই দুই নারীকে আটক করে থানায় নেয়া হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
https://slotbet.online/