এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যে ভুরুঙ্গামারীতে আলোচনা সভা ও মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উউদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ভুরুঙ্গামারীর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর রতন হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা।
বক্তারা, দুর্যোগ প্রশমনে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন দুর্যোগ ব্যবস্থাপনায় শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্কাউট সদস্যদের অংশগ্রহণে অগ্নিনির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
https://slotbet.online/