নিজস্ব প্রতিবেদক
মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ১০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার পথকে সুগম ও আনন্দময় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়।
গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, পেন হোল্ডার, পেন্সিল বক্স, এক ডজন কলম, স্কেল, তিনটি পেন্সিল ও এক ডজন খাতা। এসব উপকরণ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ আলী। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর এমন সহযোগিতা কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগী হতে আরও উৎসাহিত করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা। এমন উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
https://slotbet.online/