সিরাজগঞ্জ (তাড়াশ) প্রতিনিধি,
সিরাজগঞ্জের তাড়াশে গোন্তা আলিম মাদ্রাসায় গোপনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। গোন্তা গ্রামের জনসাধারণের পক্ষে অভিযোগটি দায়ের করেছেন আইয়ুব আলী নামের এক ব্যক্তি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোস্তা আলিম মাদ্রাসা একটি সুনামধন্য পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অত্র এলাকার শিক্ষার্থীরা পড়াশোনা করে কিন্তু উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ টি, আর, আব্দুল মান্নান কমিটি গঠনের ক্ষেত্রে বরাবরই নিজের ইচ্ছামত অনিয়মতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করে আসছেন।
গত এডহক কমিটিও তিনি এলাকার কাউকে না জানিয়ে নিজের পছন্দমতো মানুষ দিয়ে কমিটি গঠন করেছেন যা শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করে। এখন তিনি নিয়মিত কমিটি গঠনে গোপনীয়তা রক্ষা করে চলছেন। অনিয়মতান্ত্রিক উপায়ে কমিটি গঠন করতে না পারে সে বিষয়ে কর্তৃপক্ষের সহযোগীতা চাওয়া হয়েছে।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ টি, আর, আব্দুল মান্নান বলেন, নিয়মতান্ত্রিক ভাবেই মাদ্রাসার নিয়মিত কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, অভিযোগটি এখনও আমার নজরে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
https://slotbet.online/