শিক্ষা উন্নয়নের ধারায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আওতাধীন গোলমুন্ডা ফাযিল ডিগ্রি মাদরাসা বর্তমানে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে জায়গা করে নিয়েছে। গুনগত শিক্ষার পাশাপাশি সুপরিকল্পিত পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলার দিক থেকে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির সুবিশাল ও মনোরম ক্যাম্পাস শিক্ষার্থীদের পাঠদানের জন্য একটি উপযুক্ত ও মনোযোগ উদ্দীপক পরিবেশ তৈরি করেছে। সাধারণ পাঠক্রমের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোঃ তোজাম্মেল হোসাইন বলেন “আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং চরিত্র গঠন, শৃঙ্খলা, ও দেশপ্রেম জাগ্রত করার একটি কার্যকর হাতিয়ার। গোলমুন্ডা ফাযিল ডিগ্রি মাদরাসা সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের নৈতিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় একত্রিতভাবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষকমণ্ডলী আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।”
এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নিয়মিত ক্লাস, মাসিক মূল্যায়ন, মেধাবৃত্তি পরীক্ষা এবং বিশেষ কুরআন প্রশিক্ষণ কার্যক্রম। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার মতো সহশিক্ষা কার্যক্রমও নিয়মিত আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস তৈরি করে।
প্রতিষ্ঠানটির এই উত্থান শুধু জলঢাকা উপজেলাতেই নয়, বরং সমগ্র নীলফামারী জেলায় শিক্ষার মান উন্নয়নের একটি অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে।
https://slotbet.online/