বিনোদন ডেস্ক: ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর ঝোঁক ছিল ঐশীর। মায়ের আগ্রহে ভর্তি হয়েছিলেন ঢাকার ধানমন্ডি শাখার বুলবুল ললিতকলা একাডেমীতে। সেখান থেকেই শুরু হয় তার গানের আনুষ্ঠানিক যাত্রা। বয়সের সাথে সাথে বেড়ে উঠেছে তার কণ্ঠের মাধুর্য ও আত্মবিশ্বাস।
চড়াই–উতরাই পেরিয়ে আজ তিনি প্রতিষ্ঠিত হয়েছেন টিম ঐশী লিংক-এর মেইন ভোকালিস্ট হিসেবে। ইতোমধ্যেই তার কণ্ঠে মুগ্ধ অসংখ্য ভক্ত। তাদের ভালোবাসা ও উৎসাহ ঐশীকে আরও অনুপ্রাণিত করছে সামনে এগিয়ে যেতে।
ইদানীং দেশের বিভিন্ন স্টেজ শোতে নিয়মিত গান করছেন ঐশী। প্রতিটি মঞ্চেই তার গানে আবেগাপ্লুত হয় হাজারো শ্রোতা। দর্শকদের করতালি, উচ্ছ্বাস আর ভালোবাসা তাকে আরও দৃঢ় করছে সংগীতের পথে।
ঐশী বলেন, “গান আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। ভক্তদের ভালোবাসা আমার কাছে সবকিছু। আমি চাই গানের মাধ্যমে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে পরিচিত করতে।”
তার পাশাপাশি, ঐশীর সংগীতযাত্রার পেছনে নীরব অনুপ্রেরণার ভূমিকায় রয়েছেন তার স্বামী। তিনি সবসময় নিভৃতে পাশে থেকে মানসিক শক্তি জুগিয়ে যাচ্ছেন, যা ঐশীর সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও দৃঢ় করছে।
https://slotbet.online/