নিজস্ব প্রতিবেদকঃ ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত ও সর্বকনিষ্ঠ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন জি টিভি সারেগামাপা লিটল চ্যাম্প ২০২২-২৩-এর তৃতীয় রানারআপ শিল্পী অতনু মিশ্র।তিনি পূর্ব মেদিনীপুর, ভারতের বাসিন্দা।
১৮৮৯ সালের ৩ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির মেদিনীপুর জেলার মোহবনী গ্রামে জন্ম নেন ক্ষুদিরাম। পিতা ত্রৈলকানাথ বসু ছিলেন আয় এজেন্ট এবং মা লক্ষীপ্রিয়া দেবী। তিন কন্যার পর জন্ম নেওয়া ক্ষুদিরাম দুই ভাইয়ের মৃত্যুর পর বড় বোনের কাছে ‘খুদের বিনিময়ে’ প্রতীকীভাবে বিক্রি হন। সেই থেকেই তার নাম হয় “ক্ষুদিরাম”।
শৈশব থেকেই তিনি ছিলেন চঞ্চল, সাহসী ও রোমাঞ্চপ্রিয়। ১৯০২-০৩ সালে বিপ্লবী নেতা শ্রী অরবিন্দ ও সিস্টার নিবেদিতার মেদিনীপুর সফরে প্রভাবিত হয়ে বিপ্লবে ঝুঁকে পড়েন। পরবর্তীতে যুগান্তর দলে যোগ দেন এবং বিপ্লবী কর্মকাণ্ডে সক্রিয় হন।
১৬ বছর বয়সেই পুলিশ স্টেশনের কাছে বোমা পুঁতে রাখেন এবং ব্রিটিশ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালান। ১৯০৮ সালের ৩০ এপ্রিল মুজাফফরপুরে ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা নিক্ষেপের ঘটনায় তিনজন নিহত হন। এ মামলায় গ্রেফতার হয়ে বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
১৯০৮ সালের ১১ আগস্ট মাত্র ১৮ বছর ৮ মাস বয়সে ফাঁসির মঞ্চে হাসিমুখে প্রাণ দেন ক্ষুদিরাম বসু।ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তিনি সাহস ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক হয়ে আছেন।
https://slotbet.online/