নীলফামারী সদর উপজেলার আওতাধীন কচুকাটা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মানে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। আধুনিক শিক্ষাপদ্ধতি, শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সচেতনতার ফলে এ বিদ্যালয়টি স্থানীয়ভাবে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল আলম বলেন, “আমরা শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখতে চাই না, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি।”
শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমেও বিদ্যালয়টির রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ফলে কচুকাটা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ধীরে ধীরে নীলফামারী জেলার শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠছে।
https://slotbet.online/