নীলফামারী সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে চাপড়া কাছারী উচ্চ বিদ্যালয়। গুণগত শিক্ষার মান, সুশৃঙ্খল পরিবেশ ও আধুনিক পাঠদানের ব্যবস্থায় ইতোমধ্যে বিদ্যালয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক বলেন,
“আমরা শিক্ষার্থীদের শুধু বইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি না। তাদের নৈতিকতা, নেতৃত্বগুণ, ও বাস্তব জীবনের প্রয়োগযোগ্য শিক্ষা দিতে সচেষ্ট থাকি। শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা ও ছাত্রছাত্রীদের সচেতন প্রয়াসেই আমাদের এ অগ্রগতি।”
বর্তমানে স্কুলটিতে ফলাফল যেমন ভালো, তেমনি সহ-পাঠ্য কার্যক্রমেও রয়েছে ঈর্ষণীয় সাফল্য। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন এবং একাডেমিক শৃঙ্খলা রক্ষা করে বিদ্যালয়টি অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে রয়েছে।
গ্রামের গণ্ডি পেরিয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিতে চলেছে চাপড়া কাছারী উচ্চ বিদ্যালয়—এমনটাই আশা করছেন এলাকাবাসী।
https://slotbet.online/