নীলফামারী জেলার ডোমার উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার বাতিঘর হয়ে উঠেছে ভোগডাবুড়ী একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার গুণগত মানে প্রতিষ্ঠানটি তুলনামূলকভাবে বেশ এগিয়ে রয়েছে। সুসজ্জিত পরিচ্ছন্ন ক্যাম্পাস, শিক্ষকদের সময়মতো আগমন ও প্রস্থান, নিয়মিত পাঠদান এবং সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি—সব মিলিয়ে একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এখানে।
প্রধান শিক্ষক মোছাঃ শাহানাজ পারভীন বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব, সাংস্কৃতিক বিকাশসহ সামগ্রিকভাবে গড়ে তোলা। শিক্ষকরা সময়মতো স্কুলে আসেন এবং আন্তরিকতার সঙ্গে পাঠদান করেন। পাশাপাশি আমরা সহ-শিক্ষা কার্যক্রম যেমন চিত্রাঙ্কন, আবৃত্তি, খেলাধুলা ইত্যাদিতেও জোর দিচ্ছি, যাতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিখতে পারে।”
অভিভাবকদেরও নিয়মিত অংশগ্রহণ ও পরামর্শ এই বিদ্যালয়ের অগ্রগতিতে ভূমিকা রাখছে বলে জানান তিনি। সরকারি সুযোগ-সুবিধাকে যথাযথভাবে কাজে লাগিয়ে ভোগডাবুড়ী একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে উঠেছে শিক্ষানুরাগী অভিভাবক ও সচেতন জনগণের আস্থার প্রতীক।
https://slotbet.online/