নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র।
রবিবার (২০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সিটি প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ প্রেসক্লাবগুলোর অন্যান্য সদস্যবৃন্দ ।
এ সময় বিশেষ করে মাদক নির্মূল, শিক্ষার উন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন ও পর্যটন কেন্দ্র নির্মাণ এবং স্থলবন্দরের উন্নয়ন সহ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন সাংবাদিকরা। উপজেলা নির্বাহী অফিসার পরিকল্পনা তৈরী করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন।
এর আগে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, সর্বশেষ তিনি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলায়
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। বিসিএসের ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বৃহস্পতিবার তিনি ভুরুঙ্গামারী উপজেলায় যোগদান করেন।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন। মিডিয়ার প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।
https://slotbet.online/