নীলফামারী জেলার সদর উপজেলার অন্তর্গত কচুয়া চৌরঙ্গী এলাকায় অবস্থিত “কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল এ্যান্ড কলেজ” বর্তমানে শিক্ষার গুণগত মানে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, নিয়মিত পাঠদান, মানসম্মত শিক্ষক নিয়োগ ও একাডেমিক পরিবেশ রক্ষায় প্রতিষ্ঠানটি দিন দিন নিজের অবস্থান সুদৃঢ় করছে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ বলেন, “আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করার লক্ষ্যেই গড়ে তুলছি না, বরং তাদের নৈতিকতা, মানবিকতা ও ভবিষ্যতের নেতৃত্বগুণেও সমৃদ্ধ করার চেষ্টা করছি। শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির সমন্বয়ে আমরা একটি শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখছি।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক নিয়মিত পাঠদানে আন্তরিক, এবং পাঠক্রম অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। আমাদের উদ্দেশ্য, একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল শিক্ষা পরিবেশ গড়ে তোলা যাতে করে শিক্ষার্থীরা বাস্তব জীবনে সফল হতে পারে।”
উল্লেখ্য, কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল এ্যান্ড কলেজে বিগত কয়েক বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল এসেছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও প্রতিষ্ঠানটির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের প্রতি দিন দিন শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, যা প্রমাণ করে যে—মানসম্মত শিক্ষা ও সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ যে কোনো প্রতিষ্ঠানের অগ্রগতির মূল চালিকাশক্তি।
https://slotbet.online/